পলাশ-শিমুল রঙে রাঙা
দুয়ারে দুয়ারে ফাগুন আজি
রঙিন ফুলের মালা গলে
কুঞ্জে বসন্ত বসে বর সাজি।


পাতার আড়ালে আড়ালে
কোকিলের সুরেলা কুহুতান
গুনগুনিয়ে গাইছে ভ্রমর
ফুলে ফুলে করছে মধু পান।


এসো বন্ধু, সুহৃৎ জন
দলে দলে কৃষ্ণচূড়ার তলে
বন্ধুকে পরিয়ে দিবো
গাঁদা ফুলের মালা গলে।


সবুজ কাননে প্রজাপতি
নানারঙের ডানা মেলে উড়ে
একে অপরকে ভালবেসে
প্রেমের গান গায় এক সুরে।


বসন্তে আজি গাছে গাছে
নতুন পাতা কুঁড়ি ফুটছে ঐ
এসো আমার প্রাণ বন্ধু
মিঠে মিঠে দু’টি কথা কই।