বাপু তুমি কাব্য লিখো? বেশ! বেশ!লিখে যাও...
লিখে করতে হাতটি পক্ক, রোজ কিছু পথ্য খাও।
সকালে খাবে মেথি চূর্ণ রাতে খাবে লঙ্কা গুড়ো
কাব্য ভাবনা ছাড়াই, লিখা হবে আপসে শুরু।
তা নাহলে একজন সদ্বিবেচক গুরু ধরো
গুরুকে মান্য করো হবে তুমি অনেক বড়ো।
গুরুর মাথায় দিও তেল, খেতে দিও পাকা বেল
তাতে পাইলেও পাইতে পারো প্রতিম নোবেল।