একুশ দেখছি ঐ বাংলা বর্ণের মাঝে
একুশ দেখছি ডুব দিতে নিজ কাজে।
একুশ দেখছি প্রাণবন্ত এ প্রভাতে
একুশ দেখছি নাচে ফড়িং-এর সাথে।
একুশ দেখছি বসছে মায়ের কোলে
একুশ দেখছি সহসা উঠছে ফোলে।
একুশ দেখছি উতলা বাউল গানে
একুশ দেখছি গায়কের তানে তানে।
একুশ দেখছি বাংলা গল্প কবিতায়
একুশ দেখছি মায়ের আঁচল ছায়।
একুশ দেখছি হাসছে থেকে প্রবাসে
একুশ দেখছি হাঁটছে সবুজ ঘাসে।
একুশ দেখছি জোয়ানের বুকে লিখা
একুশ দেখছি হয়েছে কপোল টিকা।
একুশ দেখছি ভাই-বোনের বসনে
একুশ দেখছি চলছে সুজন সনে।
একুশ দেখছি বসা পাখির পালকে
একুশ দেখছি মনে পোষছে বালকে।
একুশ দেখছি সূর্যের ললাট লালে
একুশ দেখছি নাচছে পলাশ ডালে।
একুশ দেখছি পটুয়ার তুলিকায়
একুশ দেখছি উড়ছে ফাগুন বায়।
একুশ দেখছি গালে গালে খাচ্ছে চুম
একুশ দেখছি আনন্দে মেতেছে ধুম।
একুশ দেখছি শহীদ মিনারে ফুলে
একুশ দেখছি ছড়িয়েছে বিশ্বকুলে।
একুশ দেখছি আকাশ ভরা তারায়
একুশ দেখছি গিয়েছে বিশ্ব ছাড়ায়।
একুশ দেখছি দেশের বই মেলায়
একুশ দেখছি ভাসছে জ্ঞান ভেলায়।
একুশ দেখছি নিরত ছাপাখানায়
একুশ দেখছি উড়ছে মেলে ডানায়।
একুশ দেখছি মগ্ন আছে বিশ্বকোষে
একুশ দেখছি বাংলাকে রেখেছে খোশে।
একুশ দেখছি ছড়াকারের ছড়ায়
একুশ দেখছি বেড়াচ্ছে পুরো ধরায়।
একুশ দেখছি লাল-সবুজের মাঝে
একুশ দেখছি এ হৃদয় জুড়ে বাজে।
একুশ দেখছি ভাষাসৈনিকের বুকে
একুশ দেখছি দাঁড়িয়ে আছে সম্মুখে।