একটা সত্য গল্প বলছি শুনুন কাকা-


বাড়ির সামনে একটা গাঙ ছিল
গাঙ ভরা কলকল স্বচ্ছ জল ছিল
তখন গাঙে বড় বড় নৌকা চলছিল
গাঙের উপর উড়ে বেড়াত গাঙচিলও
আজ গাঙ নেই জল নেই গাঙচিলও নেই।


বাড়ির পেছনে একটা বাগ ছিল
বাগে হরেক প্রজাতির গাছ ছিল
গাছে গাছে হরেক পাখির বাস ছিল
সেই বাগের মধ্যে এক সময় বাঘ ছিল
আজ বাগ নেই পাখি নেই বাঘও নেই।


নদীর নামটি বৈলাই, আছে নামটিই কেবল
নদীর উপর দিয়ে গেছে বৈদ্যুতিক কেবল।


বাড়ির পিছনে কাকে কেবল করে কা কা।