শ্যামল কোমল কোলে এসো হে হেমন্ত
এ বাংলার কুলে কুলে তোমার নেমন্ত।
ওগো রোপণ করেছি আমন ধান গো
সেই ধানে মিঠে পিঠে হবে নানান গো।
নব অন্নে হবে ক্ষীর-ফিরনি-পায়েশ
তুমি যত খুশি খেয়ো গো করে আয়েশ।
গলে পরাবো শিউলি ফুলের মালা গো
কামিনী-মল্লিকায় ভরে দেব ডালা গো।
নবান্নে বসবে নানা পসরার মেলা
হবে নৃত্য, গান, রঙ্গ ও হরেক খেলা।
শ্যামল কোমল কোলে এসো হে হেমন্ত
এ বাংলার কুলে কুলে রইলো নেমন্ত।