তুমি আছো বলেই
আকাশ নীল রঙে সাজে
তুমি আছো বলেই
মনে শান্তির বীণা বাজে।


তুমি আছো বলেই
পুষ্পোদ্যানে ফুল ফুটে
তুমি আছো বলেই
পূর্বাকাশে সূর্যটা উঠে।


তুমি আছো বলেই
ডালে ডালে পাখি নাচে
তুমি আছো বলেই
সুস্বাদু ফল ধরে গাছে।


তুমি আছো বলেই
রাতে আলো দেয় চাঁদ
তুমি আছো বলেই
প্রাণে প্রাণে হর্ষ নিনাদ।


তুমি আছো বলেই
চিত্তে চিত্তে দৃঢ় বন্ধন
তুমি আছো বলেই
সুবাস ছড়ায় চন্দন।


তুমি আছো বলেই
আকাশ জুড়ে এত তারা
তুমি আছো বলেই
নদীতে বয় জলধারা।


তুমি আছো বলেই
ভূ কুঠরিতেই স্বর্গসুখ
তুমি আছো বলেই
শৃঙ্খলাবদ্ধ বিশ্বলোক।