তুমি অজপাড়া গাঁয়ের বধূ
নদীতে জল ভরে কলসি তোল কাঁকো
তুমিই দেশলাইয়ের কাঠি
বিশ্ব জ্বালিয়ে দেবার ক্ষমতাও রাখো।
তুমি ঘরকুনো অবলা নারী
সংসার কারায় চার দেয়ালে ঘেরা
তোমার খসখসে নখ দিয়ে
চাইলেই ভাঙ্গতে পারো ঠুনকো বেড়া।
তুমি হয়ে অতি ছিঁচকাঁদুনে
কেঁদে ভাসিয়ে দিতে পারো বিশ্ব; বানে
তুমি হোহো করে হেসে হেসে
চাইলে যেতে পার লক্ষ্যের শীর্ষ স্থানে।