আমি তুচ্ছ কারন -
আমি শব্দকোষের ভীড়ে হারিয়ে খুঁজে পাই প্রান!
আমি ক্ষমতাহীন কারন -
আমাকে সঙ্গ দেয় গুটি কয়েক অক্ষর।
তাদের চোখে প্রত্যাখ্যিত -
যাদের মোটা বেতনের বিপরীতে,
জমিয়েছি কিছু বাক্য।
আধুনিক সমাজের কলঙ্ক কেননা-
নিছক আবেগ সাজাতে পারাই প্রিয় কাজ!
উৎসবে আমার এই প্রতিভা তাদের হাসির খোঁড়াক।


না আমি কাব্য শিখি নি, কবিতা লিখতে আসি নি-
লিখিনি কোন উপন্যাস!
যার যা ইচ্ছা তাই নাম দাও
আমার তৃপ্তি তো এই, যে হলো ভাবের বহিঃপ্রকাশ।


হ্যাঁ আমি তো তুচ্ছই, তুচ্ছ হতে জন্মেছি।
আমি মাটির মানুষ,  মাটিতে মিশতে এসেছি।