নীরবতার ভাষা খুব স্বচ্ছ।  
নির্বাসনে পাঠানো ভালোবাসা গুলি জানে-
হারিয়ে যাওয়ার ব্যথা।


সময় নিয়ে গড়ে উঠা বিশ্বাস এর নকশি কাঁথা-
অভিমান এর স্তর জমে,  মলিন এখন সেটা।  


সম্পর্ক নামক আয়নাটি একটু একটু করে হলো,  ঝাপসা।
ছেড়ে দেওয়াটা তখন অধিকার।  
ভেবে দেখেছি বারবার-


ইতিহাস থেকে শুরু করে সময়ের স্রোতে,
বন্ধন যেন মুক্তি খুঁজে।  
তাই ঝাপসা আয়নার কাঁচ সবশেষে ভেঙে টুকরো টুকরো।


নিবে না সেটি আর আগের মত কোনো অবয়ব।
নিরবে কেটে যাক কালো রাত, আর ব্যস্ততায় দিনগুলি।  
ঠুনকো বিশ্বাস আর রাশি অবহেলা নিয়ে আমরা কোন বন্ধন যেন না গড়ে তুলি।