স্মৃতির ভাজ খুললে হঠাৎ তোমার কথা ভাবি।
দুজনে মিলে কত ব্যথা ভরা --
গল্প কে দিয়েছি পূর্ণতা।
তালে তালে কত হেটে চলা পথ খুঁজে পেতো
প্রকৃতির বিশুদ্ধতা।
বেসামাল এই জীবনকে দিলে --সামলে দেয়ার মিথ্যা আশা।
স্বপ্ন গুড়া করে তবে বানালে,  কেমন সুখের বাসা?
তুমি নাম ধরে ডাকলে আমি লাজুক হাসি দিতাম।
মুঠোফোনে বার্তা দিবে সেই আশায় থাকতাম।


তোমায় পেয়ে ছিলাম খুশি, তাই একা বাঁচতে চাইনি প্রিয়।
ধোকার চাদর সরতেই বললাম শেষ সালাম নিও।
আমি ছিলাম তোমার অবসরের খেলনা পুতুল,  এখন অপদ্রব্য।  


তোমার কথার তীরে চিরা হৃৎপিণ্ড --যাতে এখন ও আছে ক্ষতচিহ্ন।
আমি মাঝ নদীতে ডুবি, আমার সাদা পৃথিবী।
স্মৃতি ঘেরা সেই চিরচেনা শহরের গলি।
আমার ঘুনে ধরা আবেগ খুঁজে নেয় সাজানো সান্ত্বনা।  
হাসি মুখেই মনে কাঁটা গেঁথেছি, সয়েছি লোনাপানির যন্ত্রনা।
ভাবি  তুমি আছ কিনা ভালো, কত বড় তোমার সুখের প্রাসাদ।
অবুঝ আমি বোকা পথের পথিক -তাই বোধহয় ঘৃণা করি না আর।


আমার পোড়া মনে নেই কষ্ট, নেই আর অশ্রু জলের ঢেউ।
তুমি শুধু স্মৃতির আড়ালে ডুবানো গল্প হঠাৎ-- অবসরের কেও।