আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে মেঘ দের দেখি!দিনের পর দিন ওরা নিজের ভেতর বিষাদ জমায়, জমাতেই থাকে ... তারপর একদিন ভীষণ ভারী হয়ে ঝরঝর করে ঝরে যায় !!


অথচ আমরা অমন করে বিষাদ ঝরাতে পারি না ... এক জীবনের সবটুকু বিষাদ বুকে নিয়ে আমরা  ঘুরে বেড়াই। কেনো বিধাতার দরবারে মেঘ হয়ে যাই না?


কেন নিখোঁজ শব্দ গুলোকে খুঁজে পাওয়া হয় না !!


বাদামের খোসার মত এই শহরের ভারী বাতাসে আবেগ গুলি চিরতরে মিলিয়ে যায় !!


আচ্ছা-ঠিক কতটা অর্থ জমালে একটুখানি সময় নিজের নামে কিনে নেয়া যায়?


আমরা যেমন আকাশ দেখি, আকাশটাও কি অবাক হয়ে আমাদের দেখে ?...


ঝুম বৃষ্টি নেমে.. পৃথিবীর মানুষগুলোর আড়ালে মেঘেরা কি চেঁচিয়ে বলে , এই বৃষ্টি আর না থামুক? !!


হায় আফসোস যদি মেঘ হতাম কিংবা গাছের পাতা হতাম কিন্তু মানুষ হওয়ার লোভ না করতাম"।