অবাধ্য,অবচেতন এক দেহঘড়ি-
বেমালুম তিক্ত কিছু ভুল;
একের পর এক শত শত ভুল।
প্রাপ্তির খাতায় জমা হলো অনুশোচনা,


আচ্ছা সার্থের দুনিয়াতে শত ভাগ
সততা, বিশ্বাস অথবা-
মন দেয়ার মূল্য এত গভীর?


গভীর কূপের মতন।
অন্ধকার, গাঢ় অন্ধকার কূপ-


বেরিয়ে আসতে খুঁজে পেতে হবে পথ!
উন্নত বিবেকের দেখা হবে অনুশোচনার সাথে -
অনুশোচনা যা যেকোন দু:খ
অথবা আফসোস এর চেয়ে ভারী।
অন্তরাত্মা করে খণ্ড বিখন্ড,
খণ্ডিত সেই টুকরো আকরে বেঁচে থাকা কঠিন।
সীমালঙ্ঘনের এই দায়ভার আমি ব্যতীত কার?
অনুশোচনাময় তীব্র যাতনার বিষাক্ত ছোবল
থেকে পালানো যাবেনা আর।