ইচ্ছে আমার আনমনে বসে,
বৃষ্টি ঝরা দেখি।
রিমঝিম শব্দেই ব্যাকুল হই,
নাই বা গান শুনি।
ইচ্ছে আছে নিয়ন আলোর পথ ধরে,
রাতের বেলায় হাটি।  
কই যাচ্ছি কেন যাচ্ছি নাই বা তোমায় বলি।


ঘুম ভাঙা চোখে মনটা প্রায়ই -
মেঠো পথ খুঁজে ।
মুঠোফোন বন্ধ থাকুক -
অযথা কেন বাজে?  
রাতের ঘুম যাচ্ছে কেটে!
নীরবতার  খোঁজে?
কিসের নেশায় মন যে আমার-
এমন ঢঙে সাজে?


এলোমেলো চিন্তাগুলি -
আজ অবলম্বন চায়।
ধুলার শহর পাড়ি দিয়ে মন,
দূর দুরান্তে  যায়।  
আবোল তাবোল ভাবনা ভাবায়
রোজ সকালের এক কাপ চা।
এমনি করে শুরু হলো
আজ কবিতা লিখা।


কিছু সময় অনেক কঠিন,
ভাবনা গুলি বলা -
ঝলসে যাওয়া রোদ ধরে শুরু,  
একলা পথ চলা।
কালো কালির অক্ষরে আমার
ইচ্ছে গুলি পুষি।  
জেগে জেগে স্বপ্ন দেখি -
জীবন ভাংগি গড়ি।