তুমি এসেছিলে এই গৃহে,
কত স্বপ্নকে হত্যা করে-
বাস্তবতার চাপে।


মনোরোম বাস যোগ্য ঘর,
গড়ে তুলতে করনি আপোষ।
কত অপমান মেনে নাও,
সহ্য কর শুধু নিরুপায় বলে।


ধৈর্য ধরেছ আর ভেবেছ,
সব ঠিক হয়ে যাবেই।
কোন অজানা একদিনে-
তোমর জয় হবেই।


আজ তুমি বুঝতে পারো -
ভাবনাগুলি তোমার চোরাবালির মত।
দিন শেষে শেষমেশ -
তুমিই আঘাতপ্রাপ্ত।
বদ্ধ ঘরে রোজ চাপা ঝগড়ায়
তুমি কি ভিষন ক্লান্ত?


শুধু কচি মুখ দেখে
তুমি থাকো তৃপ্ত।
রাতে তোমার চোখ বেয়ে -
পরে লোনা পানি,
তোমার কস্ট গুলা
সব ভালো করেই জানি।


অপরাধী কি লাগে না?
যখন কিছুই না করি।
নিরাপদ একটু আশ্রয় খুজি,
এতটুকো বলি।


তুমি শুধু ত্যাগ কর নি,
নিশ্চুপ করে মেনেছ কত প্রহার।
সম্পুর্ন নিজেকে বিলিয়ে-
দিনশেষে অবহেলাই তোমার উপহার।
বিশ্বাস কর এতসব,
বুকে চেপে নিতে অনেক কস্ট হয়।  
কি করুন যন্ত্রনা ভিতরটা উলটে পালটে দেয়।


জীবিকা ই কি দায়?
চলোনা ছেড়ে দূরে যাই?
অসভ্য আমি
এমন শত প্রশ্ন তোমায় করি!


উত্তরে তোমার "জি তাই -সমাজ,
পরিবেশ সব ভেবেই সংসার না ছাড়ি,
গরীবের মেয়ে বলে কিছু করতে না পারি"।
তুমি নাকি কচিকাচাদের দিতে চাও
ধুসর নগরীর জীবনমান।
তাই হৃদয়ের চিৎকার গুলি,
অশ্রু তলে কবর দাও,
তার সাথে আত্মসম্মান।  
এভাবেই কাটে এক দুই করে কত বছর
শহুরে কংক্রিট জীবন দিতে
তোমাকেও হতে হল শক্ত পাথর।

আমার কিবা আসে যায় বিষে হলাম নীল
সুযোগ হলে নস্ট লগ্ন থেকে হব বীলিন।


Dedicated.
Made from a real story.