একটি ইট পাথরের ঝাপসা নগরী,
আঁকাবাঁকা গলি শেষে পাঁচ তলা বাড়ি-
সেদিকে থাকা একজন "রফিকের" গল্প বলি।


এই ব্যস্ত জীবনে কোলাহলের মাঝে থেকে;
কত আশা, ভরশা কত স্বপ্নের সুতা সে বুনে।


কঠিন কংক্রিট নগরী,সাথে বিষবাষ্প যুক্ত -
তবুও প্রতিনিয়ত করে যাচ্ছে সে বাঁচার যুদ্ধ।


বহু গান শোনা শেষ, রাস্তায় ট্রাফিক জ্যামে,
কত আড্ডা দেয়া শেষ, নিয়ন বাতির নিচে।


কাজ শেষে ওই বাঁকা গলির প্রান্তে গিয়ে-
বাক্সবন্দি হয়,  
কাক ডাকা নতুন সকালে ফের
যাত্রা শুরু হয়।


রিক্সাতে যায়, বা অপেক্ষা করে বাসের সারিতে,  
চেষ্টা করে পোড়া মোবিলের গন্ধকে-
মেনে নিতে।


ধুলিময় পরিচিত রাজপথে হেটে চলে বহুদূর-
ফুসফুসে কালো ধোয়ার মেলা,  কমাবে গতি কতটুক?


সময়স্রোতের সাথে পাল্লা দিয়ে বারছে জনস্রোত।
এই ভিড় ছেরে ধূসর দিন থেকে বের হবার ইচ্ছা প্রায়শই প্রকট।


এই শহুরে গতিময় জীবন থেমে থাকার নিয়ম নেই,
মন খারাপের, অযথা আবদারের কোনরকম সময় নেই।


অনুভূতি গুলি সব তামাটে, তোমার আমার এবং আরো অনেকের।
শহুরে লাল নিল বাতির সাথে মিশে আছে এমন অনেক গল্প-
রফিকের মত হাজার পথিকের।