তুমি সুবাসহীন এক ফুটন্ত গোলাপ,
তুমি মৃত্যুর কাছে নিবেদিত এক প্রাণ ।


তুমি কয়েক টুকরা ভেঙে পরা কাচ,
তুমি আঁধারে সাজা মিথ্যা রঙিন সাজ।


তুমি অর্থহীন,বোকাসোকা, নির্বোধ-
তুমি দেখেছো রাহাজানির কালো পথ।


তুমি ছন্নছাড়া বানোয়াট গল্প,
তুমি নির্ঘুম তবু ও শান্ত।


তুমি শূন্য বালুময় মরু উঠান,  
তুমি সুরবিহীন স্তব্ধ এক গান।


তুমি বুনো ঝোপে উঠা বাকা চাঁদ,
তুমি গ্লানি গুটাতে বিছাও সুখের ফাঁদ।


তুমি অজানা কবিতা, ইন্দ্রধনুর মায়া,
তুমি রহস্যে ডোবা তরুণ তনু'র ছায়া।


তুমি অভিমান লুকানো নকল বসন্ত।
তুমি মুখোশে ঢাকা পরিচিত রত্ন।


তুমি অভিনয়ে মগ্ন এক অসত্য জীবন মান-
তুমিহীনা তুমি নাটকের হয়না অবসান।