বিধ্বস্ত নেপাল


ঐ দেখ শিশু খুঁজছে কাকে ?
হাত-পা-মাথা-বুক-পিঠ,
সব কিছু আড়াল করে যে গন্ধটা আসছে
সেই মাটির গায়ে সব মিশে
এখন বেরঙিন ধূসর মরুভূমি ।


অচেনা গন্ধে নিঃশব্দ দেহের মাঝে
হামাগুড়ি দিয়ে হাতড়ে বেড়াচ্ছে
তার মা ও বাবাকে ।।


যে বৌদ্ধ মন্দিরে শত শত মানুষ
দর্শন করে মাথা ঠেকায় ।
সেই শত ভক্তের চোখের সামনে
ভেঙে মাটির সাথে বিলীন হয়ে যায় ।।


আর হতাশায় সব কিছু এলো মেলো হয়
ঠিক খিদে পাওয়া শিশুর মত ।
আকাশের বুকে ক্লান্তির ছায়া
যেন রঙছাড়া ফ্যাকাশে ছবি ।।


আচ্ছা কেউ কি বলতে পারবে যারা অকালে চলে গেল
শেষ বার তারা কার কথা ভেবেছিল ?
মাটির নিচে ঢুকে যাওয়া পা গুলো
শেষ বার হেঁটে কোথায় গিয়ে ছিল,
মন্দির, না মসজিদ, গীর্জা, না গুরুদ্বারে ?
চারিদিকে চিৎকার ছোটাছুটি শুধু আর্তনাদ
আর জলভরা চোখ, বোকাবোকা মুখে
চেয়ে আছে বিধ্বস্ত নেপাল ।।


                                       -সরস্বতী দাস