যদি হতাম তোমার এলোচুল
পরিপাটি বেঁধে নিয়ে
হতাম খোঁপার ফুল।
যদি হতাম তোমার চোখের পাতা
কাজল হয়ে দুটি কোণে
রইব আমি আঁকা।
যদি হতাম তোমার নাকছাবি
লজ্জা পেয়ে তোমার
ঘোমটা হতাম আমি।
যদি হতাম তোমার ঠোঁটের হাসি
পিপাসায় ফোঁটা ফোঁটা
বৃষ্টি হতাম আমি।
যদি হতাম তোমার গলার হার
কন্ঠো যখন উঠবে কেঁপে
বাজবো হয়ে সেতার।
যদি হতাম তোমার হাতের বালা
আদর মাখা উষ্ণতায়
আমি বরনডালা।
যদি হতাম শাড়ির আচল আমি
ছায়া হয়ে আড়াল দিতাম
তোমার মুখের রৌদ্রখানি।
যদি হতাম তোমার কোমর চাবি
দুলে দুলে শাড়ির সাথে
ভাব করতাম আমি।
যদি হতাম তোমার পায়ের নূপর
জলের সাথে ছলাৎ ছলাৎ
কাটতো আমার দুপুর।
যদি হতাম তোমার হলুদ রঙ
ফাগুন হাওয়া মেখে গায়ে
হতাম হলির সঙ।
যদি হতাম পরিপূর্ণ তুমি
বাতাসকে সুগন্ধে
ভরিয়ে দিতাম আমি।