হরদম চলছে মজা, নীতিকথা দিয়ে
দুর্নীতিবাজ করে ওয়াজ, দুর্নীতি মুক্ত নিয়ে
মাতাল সমাজ নাচে, মাতালের তালে
কিছু বললে ওদের, পড়বে রোষানলে ।


আদর্শ মানুষ, আজ চায় না কেউ হতে
নীতিকথা গুলো যেন, শুধু পাঠ্যপুস্তকে
পড়েছি কত মহৎ জীবন, ধর্মের কথা
বাস্তবে এসে দেখি, নেই তার ছোঁয়া ।


শিক্ষার হার যেমন বেড়েছে সমাজে
অসৎ মানুষও বেড়েছে, সমান তালে
বড় দুর্নীতিবাজ গুলো, সব শিক্ষিত ব্যক্তি
এটা হতে পারে না, শিক্ষার পরিণতি !


ঘুষ দিয়ে যদি পায়, তার চাকরিটা
কখনও কি শোনে সে নীতিকথা ?
ব্যস্ত থাকে কেবল, টাকা কামাতে
এভাবে নিচ্ছে মজা, ওরা সরকারি কর্মে ।


দুর্নীতি বিরোধী সভা-সমাবেশ দেখে
লাগে বড্ড হাসি, ওদের অভিনয়ে
দুর্নীতির কুম্ভকর্ণ বলে, চলবে না দুর্নীতি
এটা যেন ভূতের মুখে, রাম-রাম ধ্বনি  !!