কি এক দু:সহ গরমে অস্থির প্রকৃতি
চারিদিকে হাঁস-ফাঁস নেই যেন স্বস্তি
হঠাৎ উজানী ঢলে, তলিয়ে ঘর বাড়ি
আবহাওয়ার পূর্বাভাষ সামনে চরম দুর্গতি ।


সমাজের মধ্যেও বেড়েছে বিভক্তি
ধনী-গরীব, সেতো পুরনো কাসুন্দি
পারস্পরিক সৌহার্দে চরম ঘাটতি
ডিজিটালে যেন একটু বেশি বাড়াবাড়ি ।


উন্নয়নে ভাসছে দেশ, গনতন্ত্র বন্দী
অনিয়মে বিশ্ব রেকর্ড, দায়মুক্তি দুর্নীতি
প্রশাসনিক ভোটে, সরকার জিম্মি
অসহায় জনগণ, হিমঘরে রাজনীতি ।


মরছে মানুষ অকারণ, ধন্য পরাশক্তি
মানবতা ভুলন্ডিত, তবুও আছে গলাবাজি
স্বার্থ নিয়ে বিশ্ব এখন হচ্ছে ভাগাভাগি
আগ্রাসী যুদ্ধ খেলায়, ভয়াবহ পৃথিবী  ।।