চাষা বলো আর গেঁয়ো বলো, পেশাটি যে তার কৃষি
যে পেশাতে না এলে চাষা, এই জমিনটা হতো বনভূমি
আদি পিতা আদম এসে, প্রথমে যে কৃষিকর্ম শুরু করে
সেই থেকে আজ অবধি মানুষ, কাজটি করে বিশ্ব জুড়ে
কত কষ্টে ঘাম ঝরিয়ে চাষা, মাঠ কি মাঠ ফসল ফলায়
রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে সে, দেশের জন্যে অন্ন যোগায়
সকাল হলে ছুটে চলে চাষা, আপন কর্মস্থল মাঠের পানে
সারাদিন যায় খেয়ে না খেয়ে তার, ব্যস্ত থাকে উৎপাদনে ।


কৃষি হলো খাঁটি মহৎ পেশা, যে কাজটি করে স্বয়ং চাষা
কষ্টের তৈরি সব শস্য দিয়ে, দশের খাদ্য মেটায় যারা
গায়ে খেটে ঝুঁকি নিয়ে, যারা আবাদ করলো চাষের জমি
তাদের ইতিহাস জেনেও অনেকে, হেয় করে ডাকে চাষী
সোনার দেশে, সোনার মাটিতে, সোনালী ধান ফলায় যারা
তাদের ঘামের মূল্যের দাম, কোন কালেতে পায়নি তারা
বাংলার কৃষক অতীব সরল, শুধু গায়ে খেটেই জীবন সার
তাদের কাছে সুখের খবর, মহাজনি দিয়ে থাকলে আহার
কৃষকের মর্যাদা দেয় না কেহ, সকলে ঠকায় কম-বেশী
অকৃতজ্ঞ সরকার, প্রশাসন আর মুনাফাখোর ব্যবসায়ী ।।