‘মানুষ মরণশীল’ এ কথা জেনেও মানুষ
করেনা চিন্তা, যেন সে বেহুঁশ, তাই ইচ্ছে মত
ক্ষণেক তৃপ্ত হবার দারুণ সব বাসনা নিয়ে
নিষ্ঠুর-নির্দয় পাষাণের মত, কেবল চাই চাই
নিত্য নানা আবেশে, খেয়ালী রাজ্যে তার পথচলা
হুশ আছে বলেই তো মানুষ, তাই সে আশরাফ
অন্য জীবের গুনাহ, বিচার, নেই জান্নাত-জাহান্নাম
মানুষ বড় স্বার্থপর, কেউবা উদার, কেউ বহুরূপী ।


নানান ভাষায়, চেহারায়, কি অদ্ভুত সব চরিত্রের
মতের বিরুদ্ধে গেলে, বেইমান-মুরতাদ-কাফের
অভিশাপ-ভর্ৎসনা-কটূক্তি-গালি আরও কত কি
মরে গেলেও ক্ষমা নেই, হায়রে দুনিয়ার মানুষ
লাশের সাথে যুদ্ধ ! এ কেমন আজব মশকরা
যে চির বিদায়ী, অন্য জগতের, ফিরবেনা কোনদিন
দেয়নি রেহাই তাকেও, ফেসবুক-ইউ টিউবে কটূক্তি
মানুষ মাত্রেই ভুলের, নই কেউ ঊর্ধ্বে পাপ-পূন্যের ।


সবাইকে ছাড়তে হবে একদিন, এই তামাশার পৃথিবী
আপসোস ! সেদিন রকমারি গালি, হিংসা, কটূক্তি দিয়ে
সাজানো হবে তার লাশের শেষ বিদায়ী মিছিল
যেমনটি সে করেছিল অন্যকে, আজ অনুরূপ তাকে ।।