ক্ষমা কর মোরে হে দয়ালু প্রভু, অসীম করুণাময়
যে আদেশ তুমি করেছো মোদের, পারিনি তা যথা সময় ।
সারাটি জীবন মেতেছি নেশায়, রঙ-বেরঙ সব পাতানো খেলায়
দিশেহারা তাই ভেবে নিরালায়, জীবন পড়ন্ত বেলায় ।
মানিনি বারণ, করিনি পালন, তোমার হুকুম অনুসারে
স্মরি ভেবে তাই লজ্জায় মরি, কি হবে রোজ কেয়ামতে ।


তুমি যে রহীম, তুমি রহমান, তুমিই গফুর, তুমি গফ্ফার
হাত তুলে ডাকি ক্ষমা কর মোরে, দয়ালু হে পরওয়ার ।
ক্ষমা কর তুমি পাপী এ বান্দার, জানা-অজানা সব পাপ
মাপ করে তুমি মহান আল্লাহ, নেই তুলনা কারো সাথ ।


কোরআনে বলেছ নিরাশ না হতে, হোক সে পাপ পাহাড়সম
তুমি দিবে ক্ষমা সব, নিয়ে অথৈ পাপ, হলেও তা সাগর সম ।
যে অঙ্গীকার তুমি দিয়েছো মোদের, আছি সেই ভরসাতে
তুমি যে মহান, তুমি মহীয়ান, দিবে ক্ষমা সব সেই দয়াতে ।
দয়া যে তোমার দামী অলঙ্কার, নেই যে কেহ সমান তোমার
তুমি পারো সব, দিতে না দেরি, চাহে যদি কেউ একবার ।


শুধু একটি ভুলেতে, বেহেস্ত হতে বিতাড়িত হয়ে আদম-হাওয়া
পরে ৩৬০ বছর কেঁদে, নবীজীর তরে পেয়েছিল তারা ক্ষমা ।
হে দয়ালু প্রভু , কর গো ক্ষমা, সেই নবীজীর উছিলায়
যার তরে সৃষ্টি কুল-কায়েনাত, নিখিল এই বিশ্বময়  ।।