৭ ই মার্চ, মহান স্বাধীনতার আহ্বান
করেছিল পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বলেছিল, যদি হুকুম দিবার নাই পারি
যুদ্ধের জন্য তৈরি থেকো বাঙালি ।


২৫ শে মার্চ রাতে, হঠাৎ গ্রেফতার পিতা
দিশেহারা জাতি, পিতার পক্ষে পুনরায় ঘোষণা
চরম রক্তক্ষয়ী যুদ্ধে, নয় মাস বাঙালি
ফিরে পায় স্বাধীনতা, যে অর্জন তোমারি ।


রেসকোর্সের সেই কঠিন জ্বালাময়ী ভাষণ
আজ বিশ্বব্যাপী মানুষ করছে স্মরণ
৭ ই মার্চে তাই শ্রদ্ধায় স্মরি তোমাকে
পেয়েছি তোমার ডাকে স্বাধীনতা বাংলাতে ।


আরেকটি ৭ মার্চ আজ খুব দরকার
বঙ্গবন্ধু তুমি নেই, কে দিবে সেই হুংকার
তোমার আহ্বানে সেদিন কৃষক-শ্রমিক-জনতা
বেঁধেছিল পরস্পর ইস্পাত কঠিন একতা ।


সব ভালো অর্জন গুলি দুর্নীতি করছে শেষ
এই অভিশাপ থেকে মুক্তি চায় বাংলাদেশ
৭ ই মার্চ প্রেরণা, মহান স্বাধীনতার ডাক
যার পুঞ্জীভূত শক্তিতে দুর্নীতি নিপাত যাক ।।