কিছু লোকে তাকে পাগল বলে
না করেও পাগলামি !
কেন তাকে নিয়ে উপহাস
উত্তরে, যত অজুহাত ।
অযথা নাকি বাঁধায় ঝগড়া
ছোট লোকের পক্ষ নিয়ে ।
অন্যায় দেখলে করে প্রতিবাদ
আপন পর নাই চেনে ।
জননেতা যেখানে চুপ থাকে
উঁচু-নিচু ভেদ বুঝে,
উনি এমন কিসের নেতা
পাগলামি, চলেনা সব জায়গা ।
আসল ব্যাপার হাটে হাড়ি ভাঙা,
তাই স্বার্থবাদীরা জোট হয়ে
করে দিন রাত মিথ্যাচার
পাগলের সঙ্গ ছাড় ।


সমাজ নীতি পাল্টে গেছে
নয়া যুগের আগমনে ।
দেশের চিন্তা বাদ দিয়ে
ব্যক্তি পূজায় ব্যস্ত সব ।
লাভ নেই যে সব কাজে
সময় দিব কেন তাতে ।
ব্যস্ততা আর নীরবতায়
যোগ হয়ে এক দারুণ সময়
সবাই আছে সবার তালে
এই সুযোগে চলবে সব ।


প্রশাসন আর সিন্ডিকেট
মিলে এখন এক জোট
বোকা জনতার জিম্মি করে
তারাও লোটে উপরি বেশ ।
নেতাদের আছে শত কারবার
আখের গুছায় যারা দিনভর ।
কারো আছে মাদক ব্যবসা
তাই যুবকের করুন দশা ।
আরও পেয়ে ইন্টারনেট
মজায় কাটে সময় বেশ ।
হতচ্ছাড়া সমাজ এখন
হয়ে গেছে বিবেকহীন ।


দেশটা কি তবে এমনি যাবে
হতাশ হয়ে গেছে সবে !
পাক শাসকের প্রতিবাদ করে
যারা হয়েছিল পাগলের দল
জীবন দিয়ে, যুদ্ধ করে
ফিরে এনেছিল অধিকার ।
পাকি আর দেশ বিদ্বেষী ছাড়া
কেউ বলেনা, পাগলামিতে মরেছে তারা ।
প্রতিবাদী হলে পাগল বলে
বুদ্ধিজীবীর এই সমাজে
যুগে যুগে তারাই পাগল
যারা গড়ে গেল এই দেশটাকে  ।।