কেউ জানে না কত মানুষ নীরবে কাঁদে
বুকের গহীনে জমা দু:খ নিয়ে ।
বাহিরে তার মিশ্রিত হাসি দেখে
সকলে ভাবে, আছেন মহা সুখে ।


সংসার এক কঠিন কর্ম ক্ষেত্র
কারো জীবনে অভিজ্ঞতা একটু তিক্ত ।
সুখের লাগি যে পেতেছিলো ঘর  
তার জীবন এখন বিষণ্ণ পাহাড় ।


বাস্তবতা ঠেলে শুধু আবেগের বশে
এক অন্ধ মোহে, ভূত-ভবিষ্যৎ ভুলে ।
তাই দু:খ এখন সমান বারো মাস
নেই কোথাও একটু স্বস্তির নি:শ্বাস  ।


অপরাধী কে ? বলা অমূলক
যেখানে দেখতে সবাই ভদ্রলোক ।
পুরুষ শাসিত আজকের সমাজে
অসহায় তবুও তিনি অনেক ক্ষেত্রে ।


আসে না এগিয়ে কেহ হেনস্তার ভয়ে
নির্যাতনে নিতে পারে, গণ হারে শ্রীঘরে ।
নিরুপায়ী জিন্দা লাশ, ওহে পাষাণী
চালাও ছড়ি তোমার, যত ইচ্ছা খুশী ।।