ওই দিন আসবে ফিরে গণ অধিকার
যেদিন সম্মানে জনতাকে বলবে ওরা স্যার।


অধিকার নিয়ে রাজনীতিতে কত কথা
সাধারণ জনগণ নাকি সর্বময় কর্তা
যাদের অর্থে চলে সব সরকারি কারবার
নেই কোথাও সেই কর্তাদের সমাদর।


আধুনিক রাষ্ট্র, করে চাকরি তবু শাসক
ডেপুটি কালেক্টর থেকে জেলা প্রশাসক
এভাবে হতে চায় ওরা জনতার মনিব
নামের আগে তাই এমন আজব লকব ।


বেসরকারীতে এখন শুরু হয়েছে বলা
স্যার বলে, জনগণ কে সম্বোধন করা
কখনো দাঁড়িয়ে করে সম্মান, জনতার
হোক সে গরীব অথবা ধনী, সকলের ।


উপনিবেশী চিন্তা ছেড়ে করতে হবে সেবা
এটাই দায়িত্ব তাদের, সংবিধানে বলা
জবাবদিহি করতে হবে, সাধারণ মানুষকে
যাদের অর্থে-স্বার্থে, তাদের চাকরিটা চলে ।


দেমাগ-অহংকার ভুলে জনতার তাঁবেদারি
করতে হবে সেবা-সম্মান কখনো গোলামি
হবে এমন চিত্র যেদিন, প্রিয় এই দেশে
বুঝবে গণ অধিকার সেদিন শুরু হয়ে গেছে ।।