দুর্নীতিতে দেশটি যেন ছেয়ে গেছে
যে রুখবে, সেই দ্যাখো গোপনে
মিলে একাকার, লুটের ভাগ নিয়ে
কিছু দিন সরব, এরপর যায় হারিয়ে ।


দুর্নীতির অভয়ারণ্য সরকারি অফিসে
ডিজিটালে খুব সতর্ক, তাই কৌশলে
চলছে উৎসব, একটু ভোল পাল্টে
ফাঁসে কর্মচারী, কর্তা ধরা ছোঁয়ার বাইরে ।


দ্যাখো থানায় আছে যত তালিকা ওদের
চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসীদের
শুধু সদিচ্ছার অভাব, এসব নির্মূলে
তাহলে যে বাড়ি-গাড়ি সব যায় বিফলে ।


থানায় আরো থাকে একজন আদায়কারি
কি কাজ তার, জানে সবাই কমবেশি
যিনি চোরা, জুয়া, মাদক কারবারি থেকে
আনে মাসিক কমিশন, নির্দিষ্ট হারে ।


আমলাতান্ত্রিক এই দেশে হবে না কিছু
প্রাণ দিয়ে প্রমাণ জাতির জনক, বঙ্গবন্ধু
দেশি-বিদেশি ষড়যন্ত্রের মধ্যে অন্যতম
দুর্নীতিবাজ, ঘুষখোর আমলাদের ক্ষ্যাপানো ।।