সময় হলো চলার নিয়ম, সময় একটা ঘড়ি
মানব জীবনে এর চেয়ে কিছুই নেই দামী ।
সময় বড় নিষ্ঠুর ঘড়ি, যদি না করি তার অনুসরণ
চরম মূল্য দিতে হবে, তবুও পাবো না আগের মতন ।
সময় বুঝে করলে কাজ, আসে তাতে সফলতা
সফল মানুষ কখনো করেনি, সময়ের প্রতি অবহেলা ।
সময় বুঝে নিত্য কাজ, নিত্য দিনেই শেষ
তাতেই আসে আসল তৃপ্তি, রবে না কোন লেশ ।
জগৎ জুড়ে এই শ্লোগান, সকল গুনীদের মুখে
দু:খ-কষ্ট রবে না কিছুই, সবাই থাকব সুখে ।


সময় এত ব্যস্ত চলে, কখন যে হয় দিন-রাত্রি
সময়ের তাল মিলাতে পারে, এক পরিশ্রমী ব্যক্তি ।
পরিশ্রমী মানুষেরা করে, জাতির যত উন্নতি
বিশ্বব্যাপী হয়েছে জয়, সাথে নাম-যশ-খ্যাতি ।


সময়ের চাকা শুধু চলমান, করে না কোন অবহেলা
জীবন ঘড়ির শেষ ধাপে এসে, বাড়ে শুধু অনুশোচনা ।
সচেতন হব প্রতি মুহূর্ত, পিছনের কথা না ভেবে
যে কাল গেছে হেলায় ফেলায়, কি লাভ তা বৃথা টেনে ।
সময়ের সাথে নিয়ম করে, যদি করি সকল কাজ
নিশ্চিত ভাবে হব জয়ী, শুরু করতে কিসের লাজ ।
নামাজে যেমন ওয়াক্ত আছে, সময় মত পালনীয়
দিন-রাত ভেদে খাওয়া-ঘুম সেরে, সকল কাজ করণীয় ।
সময়ের সাথে তাল মিলিয়ে, করব সকল কাজ
রবে না দু:খ, থাকব সুখে, সেই শপথ করি আজ ।।