কেউ নেই শুধু একা, দেখেন কিন্তু সব আল্লাহ
কত গোপনে, সংগোপনে আরো গিয়ে নিরালায়
করি কাজ ভাবি বুঝি, সাক্ষী নেই কেউ আমার
তবুও ভয়, না জানি কি হয়, কখন কি যে ঘটে যায় ।


অপরাধী যখন অপরাধ করে, পরোয়া না করে কোন কিছুর
নিজের কর্মের দায়ভারটা ও, চাপিয়ে দেয় অন্যের উপর
কেউবা আছে অর্থ-ক্ষমতা দিয়ে, দেখায় চরম দাম্ভিকতা
টাকায় কিনে মানুষের কণ্ঠ, কত পুলিশ-প্রশাসন-মামলা
কতক নেতা আবার আশকারা পেয়ে, করে যে কত বাহাদুরি
এদের কাছে আইন-আদালত, সরকার ও যেন থাকে জিম্মি
সত্যের উপর আসে জুলুম, ঝেঁকে বসে কত ঝড়-তুফান
কিছুদিন পরে হয় সত্যের জয়, এটাই সৃষ্টির অমোঘ বিধান ।


আল্লাহর দুনিয়া সৃষ্টি এমন, নাহি রবে কিছু লুকিয়ে
সব কিছুরই হবে খোলাসা, শুধু ক্ষণেক সময়ের ব্যবধানে
জমিন-আসমান, বৃক্ষ-রাজি আর বাতাস হয়ে রয় সাক্ষী
তাঁরই হুকুমে করে উন্মুক্ত সব, হউক যতই সে ক্ষমতাশালী ।।