জন্ম নিয়েছি পিতা মাতার ঘরে
অভাব ছিল বড় হয়েছি কত না আদরে
আমি সন্তান হতে পারিনি!


খেলেছি কত পাড়া পড়শির সাথে
গল্প করেছি কত হেঁটেছি
চেনা অচেনা পথে
আমি পড়শি হতে পারিনি!


শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছি কত
মাস,বছর পাড়ি দিয়ে হয়েছি শিক্ষিত
আমি ছাত্র হতে পারিনি!


সহপাঠিরা কত যে আপন ছিল
পাশে থেকে কত সহযোগিতা করেছিল
আমি বন্ধু হতে পারিনি।


সুখে,দুখে,রোগে,শোকে প্রতিবেশিরা সব
করত দোয়া-ভালো রেখো ওগো প্রিয় রব
আমি প্রতিবেশি হতে পারিনি!


নিজের কিংবা অন্য ভাই ও বোন
করেছে শ্রদ্ধা করেছে মিষ্টি শাসন
আমি ভাই হতে পারিনি।


জন্ম নিয়েছি বাংলাদেশের বুকে
ভাগ বসিয়েছি সব ভালো আর সুখে
আমি নাগরিক হতে পারিনি!


মানুষ রুপে বেঁচেছি সমাজে
কত না ঋণ দেহের সকল ভাঁজে
আমি মানুষ হতে পারিনি!


তবুও শুধু অন্যের ভুল ধরি
দোষি হয়েও খুঁজি পরের দোষ,
পরের কষ্ট,দুঃখ,হাহাকারে
এতটুকু হয় না তো আফসোস।
১৫-০৩-২০২১