রাত হয়েছে ভোর
লেগে খোকা খুকির ঝিলিক,
আজ ঈদ, আজ ঈদ।


সপ্ত সুরে সপ্ত রঙে
সাজল দশ দিক,
আজ ঈদ,আজ ঈদ।


সাজল জগৎ
আকাশটাও হলো যে কার্মিক,
আজ ঈদ,আজ ঈদ।


রহম ঢেলে দিল ভবে
আজ কারুনিক,
আজ ঈদ,আজ ঈদ।


অর্থ হলো অনর্থক
মূল্যহীন নিষ্ক,
আজ ঈদ,আজ ঈদ।


ধনী গরিব নাই ভেদাভেদ
এক হলো অলিক,
আজ ঈদ,আজ ঈদ।


এক কাতারে মিলল সবাই
যে ছিল দাম্ভিক,
আজ ঈদ,আজ ঈদ।


শক্ত হাতে হাল ধরেছে
সমুদ্র নাবিক,
আজ ঈদ,আজ ঈদ।


সকল যাত্রীর লক্ষ্য এক
পেতে চায় মানিক,
আজ ঈদ,আজ ঈদ।


সেই পাবে অমূল্য রতন
যে মূল ধার্মীক,
আজ ঈদ,আজ ঈদ।


আজিকের এই মিলন মেলা
সত্তি অলৌকিক,
আজ ঈদ,আজ ঈদ।


এমন দিনটি নিত্য আসুক
নয়তো ঝিক মিক,
আজ ঈদ,আজ ঈদ।


১০-০৫-২০০৩ইং