অনেক শুনেছি লোকের মুখে
অনেক পড়েছি পুস্তকে,
অনেক জাতি এসেছিল
শাসন করতে দেশটাকে।
অনেক আশায় হয়েছে স্বাধীন
অনেক ছেলে মা'র কোলে,
অনেক আশার জাল বুনেছি
অনেক আশায় মা'র বোলে।
অনেক স্বপন বাস করে আজ
মা ও ছেলের মাঝখানে,
অনেক সুরে গান বাজে আজ
বাংলাদেশ মা'র প্রাণে।
মাকে সাজাব নতুন করে
সাজবে ছেলে তার সাথে,
সন্তানেরা হাসবে মায়ের
কাজ করবে দুই হাতে।
অনেক কিছু দেব মাকে
দিতে দিতে হব শেষ,
সগৌরবে হাসব মোরা
হাসবে আমার বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ প্রাণের বাংলাদেশ।


অনেক কথার ফুলঝুড়িতে
ভরিয়ে দেব মায়ের মন,
স্বপন সাগরে ভাসবে মাগো
বইবে সুখ-হাসির প্লাবন।
সন্তানের সাথে মায়ের
অটুট রবে নারীর টান,
রক্ত চক্ষু,কালো হাতে
হবে না সম্পর্ক ম্লান।
গল্প,কবিতা,সুখের মাঝে
হারিয়ে যাবে মায়ের মন,
শিক্ষা,মান,সম্পদ সব
মাকে করব সমর্পণ।
অনেক দূরে যাবে মায়ের
আগামীর প্রজন্ম,
অনেক ছবি মায়ের চোখে
সফল করার সুকর্ম
কাঁদবে না আর কাঁদবে না মা
কান্নার দিন হয়েছে শেষ,
বিশ্ব মায়ের আঁচলেতে
আমার প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ সবুজ বাংলাদেশ।


অনেক জ্ঞানীর সুচিন্তা
বাতাসেতে হয় প্রকাশ,
অনেক মানুষ অঙ্গে মাখে
গুণীর গুণেরও সুবাস
বাংলাদেশে আছেন অনেক
বিশ্বখ্যাত চিকিৎসক,
আছেন আরও সুশিক্ষিত
মানুষ গড়ার শিক্ষক।
রাজনীতিবীদ,আইনজ্ঞ
আছেন কবি-সাহিত্যিক,
দেশ ও জাতির প্রহরীরা
পাহারা দেন ঠিক ঠিক।
কৃষক,শ্রমিক,তাঁতী,মজুর,
কামার,কুমোর সব চেনা,
আছে দেশের মানচিত্র,
পতাকা আর সীমানা
সোনার চেয়ে খাঁটি মাটি
ফসল ফলায় সোনার দেশ,
বিশ্ববাসী বিস্ময়ে কয়
সাবাস সাবাস বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ সুখি বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ ছবির মত বাংলাদেশ।
১২-০৯-২০১৯ইং