কেমন করে করব শুরু লিখব তোমায় নিয়ে,
তখন তুমি তৃতীয় শ্রেণির ছোট্ট একটি মেয়ে।


শরীরখানি শ্যামলা বরণ হাত দুখানি লতা,
নম্র-ভদ্র-শান্ত স্বভাব আস্তে বলতে কথা।


ছোট্ট পায়ে হাটতে না তো হাটত যেনো পুতুল,
শত শত ফুলের মাঝে চিহ্নিত এক ফুল।


কি যে পেতে সারাক্ষণ থাকতে আমার পাশে,
ফুলের সুবাস ফুলকে যেমন নিত্য ভালোবাসে।


মুখে হাসি থাকত সদাই দেখিনিতো মলিন,
দুঃখ পেলেও মূহুর্তেই হয়ে যেত বিলিন।


জানি আমি আজকে তুমি হয়েছ অনেক বড়,
কল্পনাতে দুটি চোখে হাজার স্বপন গড়ো।


সুন্দর একটা আগামীর ছবি এঁকে নিয়ে,
হয়তো তুমি চলছ পথে যাচ্ছ এগিয়ে।


যাও এগিয়ে সাহস নিয়ে মনে এনে বল,
নানান প্রকার মরিচা করবে যে দুর্বল।


সাবধান থেকো লক্ষ্য তোমায় ছুঁতে হবে হবেই,
মনে রেখো চলতি পথে সাথী তোমার নেই।


আঠারোটি পথ পাড় করেছ আর একটু চলো,
এতদিন জ্বললে যখন আর একটু জ্বলো।


জ্বলে পুড়ে ছাই হয়ে যাও তবু নাও শিক্ষা,
সুন্দর আগামীর জন্য এটাই পরিক্ষা।


কেমনে তোমায় স্নেহ দেব তুমি অনেক দূরে,
ছড়িয়ে দিলাম আকাশেতে মনটা উজার করে।