মুক্ত আকাশে দাও উড়িয়ে
তোমার ছোট্ট মন,
ঘর কুনো হয়ে আছ কেন
আঁধারে ডুবিয়ে ক্ষণ।
কষ্টগুলো কবর দাও
মনের গহীন বনে,
দুঃখ গুলো রঙ বানিয়ে
ছবি আঁক মনে।
সাহস করে যাও এগিয়ে
হোকনা পথ বাঁকা,
অমাবস্যার বুকেই আছে
লাল সূর্য্য রাখা।
আঁধার ছাড়া আলো যেমন
মর্যাদা পায়না,
কান্না গুলো ঠিক তেমনি
সুখ-হাসির বায়না।
কষ্ট যদি হালকা হতো
কেউ কি কাঁদত বসে,
সুখের পিছে ছুটত কে আর
কষ্ট ভালোবেসে?


৩০-০৮-২০১৮ ইং