কি করি! কি যে করি!
ভেবে মরি একা একা,
ধুঃচ্ছাই! কেউ নাই!
নাই নাই কারও দেখা।
সেইকালে সকালে
মা বাবা দুজনে,
গেছে চলে আম তলে
বিয়ে বাড়ির ভোজনে।
আসতে আটটা সবে বাজে দশটা
কি করি এতক্ষণ!
বাড়ি ফাঁকা আমি একা
খারাপ হয়ে গেলো মন।


বারান্দায় দরজায়
বড় তালা ঝুলানো,
কি করে যাই সরে
সাধ্য কি পালানো?
বই পড়ে কি করে
দিনটা চলে যাবে!
বাড়ি ঘর নিজ পর
কার কথা কে ভাবে।
নয়টায় জানালায়
দুইজন এসেছিল,
দেখা করে গেছে সরে
খেলবে বলে গেলো।
নাই নাই খেলা নাই
ঘরে থাক্ বন্দি,
এ বেলা করি খেলা
খেলাতেই মন দি।


হঠাতে মনেতে
ভাবনা দিল দেখা,
এই ঘরে অবসরে
মা থাকে একা একা।
প্রতিদিন সারাদিন
একলা থাকে মা,
বাবা থাকে টেকনাফে
প্রতিদিন আসে না।
বুঝেছি বুঝে গেছি
একাকিত্ব কি,
শখ করে কেউ করে
ছেলেকে ডাকাডাকি।
আজ থেকে আমি মাকে
একা নাহি রাখব,
পড়া করে অবসরে
মার পাশে থাকব।