প্রতিদিন কাঁদি বাবা তোমাকে ভেবে,
তুমিতো রয়েছ মোর প্রতি অনুভবে।
যত দিন বেঁচে রব পাবে সম্মান,
তুমি যে এ দেহের অর্ধেক প্রাণ।
রৌদ্দুরে তুমি ছিলে মাথার ছায়া,
বৃষ্টিতে তুমি যে লুকোনোর ঘর,
কষ্টেতে তুমি যে হাসির মায়া।
কান্নাতে তুমি ভালোবাসার আদর!


জগতে মানুষ দেখি শত শত,
কাকে আর পাব বলো তোমার মতো।
তোমার মতো কে বাসবে ভালো,
আঁধার ঘরে কে জ্বালবে আলো?
তোমার হাতটি ধরে প্রথম হাঁটা,
তোমার কাঁধেই প্রথম উঠেছি,
বিদ্যালয়ে গেছে আমার পা'টা,
বন্ধুর সাথে ফুল হয়ে ফুটেছি।
এসো এসো বাবা এসো আমার কাছে,
তুমিতো এ জীবনে সুখের চাদোর,
কান্নাতে তুমি ভালোবাসার আদর!


বছরের প্রতি দিনে প্রতিটি ক্ষণে,
তোমার কথাগুলো পড়ে মনে।
পক্ষে-বিপক্ষে ছিলে যে কাজে,
বিপক্ষ দেখেছি ছিলই বাজে।
জীবন চলার পথে বন্ধু তুমি,
তুমি ছিলে প্রধান উপদেষ্টা।
আজকে এ জীবনটা মরুভূমি,
আগেই বলে দিতে তুমি শেষটা।
আজকে উঠেছি মরা গাছে
কেনো বুঝিনি আগে তোমার কদর,
কান্নাতে তুমি ভালোবাসার আদর!
১৩-০৯-২০১৭ইং
(রাতঃ১২.৩০)