মরা গাছে পানি দিলে
সেই গাছ কি বাঁচে,
অবহেলার মানুষটাকে
বলো কে আর যাচে?


দিনের বেলা যায় না দেখা
চাঁদের মিষ্টি মুখ,
রাতের বেলা যায় না পাওয়া
সূর্যের দেয়া সুখ।


লেখা খাতায় লিখবে কে আর
যত্নে মনের কথা,
বৃক্ষ তো রাখে না খোঁজ
ঝরলে শুকনো পাতা।


নর্দমাতে দেয় না কেহ
ভুল করেও সাঁতার,
কজন বলো দেয় বিলিয়ে
একান্ত যা তার?


ভালোবাসার মানুষ মরলে
থাকতে দেয় না বাড়ি,
যত্নে তোলা ফুল ফেলে দেয়
ঝরে যদি পাপড়ি।


চেনা মুখ হারিয়ে গেলে
ভোলে তার নাম,
সুখের দিন চলে গেলে
স্মৃতির কি আর দাম!


যত্নে গড়া সম্মান যদি
একবার চলে যায়,
শত বছর সেধেও তা আর
কেউ কি ফিরে পায়?