বট গাছ তুমি দাড়িয়ে আছ বলো কবে থেকে,
আর কত কাল এভাবে রবে মাথায় বোঝা রেখে?


কত না পাখি তোমার মাথায় বাসা বেঁধেছিল,
সুখে শান্তিতে পরিবার নিয়ে দূরে চলে গেলো।


কত পাখি এসেছে আবার কত না আরও আসবে,
পা কি ব্যাথা করে না তোমার কত দাড়িয়ে থাকবে?


কত পথিক কোলে বসে নিয়েছে তোমার ছায়া,
কত শিশু খেলা করেছে পেয়ে তোমার মায়া।


কত কিষাণ কিষাণী দেখেছি বসে তোমার কোলে,
ক্লান্ত দেহ জুড়িয়ে নিয়েছে কামনার সুশীতলে।


কত গাছ জন্ম নিয়ে তোমায় ফাঁকি দিয়ে,
চলে গেছে তারা চিরতরে তুমি আছ দাড়িয়ে।


কত না শিশু বুড়ো হয়ে গিয়েছে ও পারেতে,
কত শিশুকে দেখবে আরও বুড়ো হয়ে মরে যেতে?


চেনা অচেনা কত পথিকের তুমিও যে রক্ষী,
যুগ যুগ ধরে তাকিয়ে আছ হয়েছ কালের সাক্ষী।