ভোরের হাওয়া বইছে,
পাখিরা কথা কইছে,
খোকন সোনা খোকন সোনা
ঘুম থেকে ওঠো।
ফুলের মত চোখ মেলে
ফুল হয়ে ফোট।
খেকন সোনা খোকন সোনা
ঘুম থেকে ওঠো।


ভোরের আলোয় দেখো
আকাশ ছবি আঁকে,
মিষ্টি হাসি ঠোঁটে নিয়ে
সূর্য তোমায় ডাকে।
দাও সাড়া দাও সূর্যের ডাকে
পাখির মত ছোট।
খোকন সোনা খোকন সোনা
ঘুম থেকে ওঠো।


অলস হয়ে থেকো না আর
আলসেমীটা ছাড়ো,
নিজে জেগে বন্ধুদেরকে
ডাকতে হবে আরও।


পাখিরা যদি ডাকতে পারে
ফুলেরা পারে ফুটতে,
পারবে না কেনো সকাল সকাল
ঘুম থেকে উঠতে।
হাঁটতে হবে পড়তে হবে
বিদ্যালয়ের পাঠও।