চাঁদের আলোয় গা ভেজাব
দিলাম নিমন্ত্রণ,
হে অচেনা আমার দাওয়াত
করবে কি গ্রহণ।
আমি থাকব বসে তোমার আশে
যদি তুমি আসো,
বুঝব তবে হে অচেনা
আমায় ভালোবাসো।


ফুলের সাথে কইব কথা
আরও তোমার সাথে,
আসো তুমি হও অতিথী
চন্দ্রীমা এই রাতে।
আকাশের ঐ তারার মত
বুনব হাজার স্বপন
হে অচেনা আমার দাওয়াত
করবে কি গ্রহণ।


মুক্ত হাওয়ায় ভাসিয়ে দেব
দুজনার অন্তর,
চিনে নেবে জেনে নেবে
থাকবে না আর পর।


আশার ডিঙা সাজিয়ে দেব
জোস্নার নদীতে,
গান কবিতা রচবে ঘুরবে
আপন গতিতে।
দূর থেকে আসব কাছে
হয়ে যাব আপন
হে অচেনা আমার দাওয়াত
করবে কি গ্রহণ।