আমি কল্পনাতে আঁকি যারে,
আমি স্বপনে দেখেছি তারে।
সে কি আসবে জীবনে আসবে।
তার নামে দিয়েছি এই মন
সে কি আসবে এ মনে আসবে?


দেখেছি যারে আমি গহীনের দৃষ্টিতে,
সদ্য প্রক্ষালিত ঝর্ণার বৃষ্টিতে।
দৃষ্টিতে যেনো তারায় গগনও
সাজিয়ে তোলে চোখ সাজায় আমার
সে কি ভাসবে দুচোখে ভাসবে?


প্রেমের রঙে রাঙিয়ে নিয়েছি সকল স্বপন,
দেবে কি ধরা সে হবে আপন।


তার হাসি দেখি আমি ফুলের ঠোঁটে,
আশার ভুবনে মন জেগে ওঠে।
চোখ রাগবে কপোল রাঙবে
জানি তাকে রাগানো অনধিকার
সে কি হাসবে হৃদয়ে হাসবে?