ঐ বদন যেনো গোলাপ বদন
ও বদনে চাঁদ ছুঁয়ে দিতে চায়,
ও তণুর রুপ যেনো গোলাপের রুপ
ঐ রুপ চাঁদ তণুতে পেতে চায়।
না না চাঁদকে ছুঁতে দিওনা
তাহলে সকলে জেনে যাবে
জেনে যাবে তুমি কত সুন্দর।


ঐ চোখ যেনো জোরা রজনীগন্ধা,
সুবাসে সুবাসিত হয় মধু সন্ধ্যা।
মুখে জুঁই ফুলের পাপড়ি বসানো
হাসলে চাঁদ মরে রাগে-ক্ষোভে-ঈর্ষায়।
না না চাঁদকে ঐ হাসি দিওনা
চাঁদ তবে পেতে চাবে
তোমার ঐ অন্তর।


ঐ দুটি হাত যেনো স্বর্ণালী লতা,
পায়ের সাথে পথ বলে যায় কথা।
দৃষ্টি যেনো তব রাগছটা-অনুরাগী
হিংস্র মনেরাও মাথা নোয়ায়।
না না অচেনা পথে বেশি যেওনা
করতে পারে কেউ জাদু-মন্তর।