কত গ্রাম ঘুরে এসে ঘুরে এসে অবশেষে
অচেনা অজানা এই গ্রামে এলাম,
জানি না তো কি দেখে কি শুনে কি বুঝে
কোন সে মায়ার টানে মুগ্ধ হলাম।
মায়াবতী এই গ্রাম মানুষ মায়াবী
এত সুখ দেখে বাকরুদ্ধ হলাম।
কোন সে মায়ার টানে মুগ্ধ হলাম।


অচেনা পথের আমি অচেনা পথিক,
অচেনা গ্রামে আসা হয়েছে কি ঠিক।
কেউ কি বলে দেবে সঠিক বেঠিক
না কি ক্ষণিকের তরে শুধু যুক্ত হলাম।
কোন সে মায়ার টানে মুগ্ধ হলাম।


যেটুকু দেখার ছিল দেখা হয়েছে
অনেক ঘুড়েছে দুনয়নের তীর,
বুঝেছি বুঝেছি আমি বুঝে নিয়েছি
এ যেনো যতনে গড়া শান্তির নীড়।


এমনই গ্রাম যদি সব গ্রাম হতো,
বাংলাদেশটা সুখে ভরে যেতো।
আসত অতিথী কত চেনা অচেনা
দেখে বলত-সুখের সাথে যুদ্ধে এলাম।
কোন সে মায়ার টানে মুগ্ধ হলাম।