আমার সবুজ আঁচলে
সোনালী সোনার ধান,
এই মনটা ভরে তোলে আমার
সেই সে ধানের ঘ্রাণ।
দুলে দুলে ওঠে মন
সুরে সুরে ভরে প্রকৃতি,
আমার মাটির সাথে ধানের সাথে
দারুন পীড়িতি।
তোমরা হিংসা করো না
কেউ হিংসা করো না


দূর আকাশে দিনেতে সূর্য
রাত্রীতে ওঠে চাঁদ,
সূয্যের আলোয় চাঁদের আলোয়
মনে জাগে শত সাধ।
দুচোখে আমার হাজারও ছবি
হৃদয়ে বাসনা জাগে,
অন্তরে লিখি আগামীর চাওয়া
ভালোবাসা-অনুরাগে।
বাংলাদেশ আর বাংলাদেশী
আমার প্রিয় সাথী।
তোমরা হিংসা করো না
কেউ হিংসা করো না।


আমার অঙ্গে লাল পদ্ম আর
সাদা শাপলার শাড়ী,
এই পোশাককে হিংসা করলে
তার সাথে মোর আড়ি।
বারো মাসে আসে ছয়টি ঋতু
ছয়টি রং নিয়ে,
বিদায় বেলায় সকল ঋতু
যায় যে সে রং দিয়ে।
সবুজ মাঠ আর খাল-বিল-নদী
সাজায় দুচোখে স্মৃতি।
তোমরা হিংসা করো না
কেউ হিংসা করো না।
১২-১২-২০১৯