কোন রাত্রী এলো জীবনে আমার,
এ কোন রাত্রী এলো জীবন আমার।
আসে না ভোর হয় না সকাল
শুধুই কালো আঁধার।
কোন রাত্রী এলো জীবনে আমার।


আশার প্রদ্বীপ জ্বলে আমার
নিভু নিভু করে,
স্বপন কলি ফুটতে গিয়েও
ঝরে ঝরে পড়ে।
বাসনাগুলো যায় ফিরে যায়
কামনাগুলো যায় ফিরে যায়
সমুখে কালো পাহাড়।
কোন রাত্রী এলো জীবনে আমার।


সুখের পাখি হাতছানি দেয়
দেয় না খাঁচায় ধরা,
ছেড়ে যেতে ইচ্ছে করে
বিতৃষ্ণার এই ধরা।


মেঘের মত আশাগুলো
ক্ষণেক আশায় ঢাকে,
ব্যথার তাপে সব ঝড়ে যায়
কদিন টিকে থাকে।
জীবন তৃষা রয়ে গেলো
নীরবে নিভৃতে হলো
মৃত্যু ভালোবাসার।
কোন রাত্রী এলো জীবনে আমার।