চুপ চুপ কথা না চুপ চুপ
ঐ ললনা কেড়েছে এই মন,
শুধু তারে দেখে এ দুনয়ন।
চুপ, চুপ,
আমি তার হৃদয়ে আজ দিতে চাই ডুব।
চুপ চুপ কথা না চুপ চুপ।


তার পথ চলা যেনো
বৃষ্টির চেয়ে আলতো,
মন কাড়া ফাগুনে মন কাড়া কন্ঠে
দুটি কথা শুনেছি কালতো।
বেখেয়াল হয়ে গেছি বেখেয়াল মন
দেখে নন্দিত রুপ।
চুপ চুপ কথা না চুপ চুপ।


পূর্ণীমা চাঁদ যেনো তার দুটি নয়ন
কেড়ে নেয় সারাক্ষণ দৃষ্টি,
ফুলের চেয়ে যেনো শুভ্র কোমল সে
আল্লাহর কি দারুন সৃষ্টি!


তার মুখের কথা যেনো
গড়িয়ে পড়া ঝর্ণা,
চোখের মণি যেনো উজ্জ্বল আকাশ
তা রংধনুর সাত রঙে বর্ণা।
অদেখা হৃদয় যেনো সবুজ ভূমি
প্রেম পড়ে টুপ টুপ।
চুপ চুপ কথা না চুপ চুপ।