তুমি তো আকাশের চাঁদ নও
তুমি তো বাগানের ফুল নও
তুমি তো পাহাড়ি ঝর্ণা নও
তুমি তো নও সাগরের ঢেউ,
সদাই সারাদিন মুখটা মলিন
কি দুখে দুখী তুমি জানল না কেউ।
স্বপনেরই কাছে তোমারও চোখ আছে
তবুও সেই চোখ আঁকে না স্বপন
তুমি কি দেবে আঁকতে দেবে
স্বপন ঐ চোখে আঁকতে চাই,
আমি তোমাতে আমি তোমাতে
আমি তোমাতে হারাতে চাই।


একা একা বসে থাকো কেন,
ডাকিছে পাখি কান পেতে শোনো।
বাতাস বলে যায় সুরে সুরে,
মিছে অভিমানে আছ দূরে।
অভিমান ভোল একটু কথা বলো
চলোনা অজানাতে হারিয়ে যাই
আমি তোমাতে আমি তোমাতে
আমি তোমাতে হারাতে চাই।


তোমার আঙ্গিনা ফুলে ফুলে,
একটু চেয়ে দেখো মুখ তুলে।
সাজিয়ে রেখেছি দুই হাতে,
দেখবে চলো-এসো মোর সাথে।
একটুখানি হেসে সুবাসে যাও ভেসে
তোমারও খোঁপাটি ফুলেতে সাজাই,
আমি তোমাতে আমি তোমাতে
আমি তোমাতে হারাতে চাই।