শত ভুল করেছি ভুল,
ফোটে তাইতো বিষের ফুল।
দুচোখ স্বপ্ন আকাশে আর ভাসবে না,
হয়তো এ জীবনে সুখ আর আসবে না।


এই জগতে কোথাও আর সরল পথ নেই,
বুঝিনি তো সরল মনের কোথাও দাম নেই।
আশায় থাকলে সরল আকাশে
সুখের চাঁদ আর হাসবে না।
হয়তো এ জীবনে সুখ আর আসবে না।


সরল মনে মানুষকে করলে যে বিশ্বাস,
সুযোগ পেলে সে তোমার কেড়ে নেবে নিশ্বাস।


বুঝলে ও মন বুঝলে শেষে বড্ড দেরি হলো,
বাকি পথে সুখের তারা জ্বালবে কি আলো।
চেষ্টা করে দেখো রে মন
সময় কিন্তু আগের মত ভালোবাসবে না।
হয়তো এ জীবনে সুখ আর আসবে না।