সুখেরই বরষা আসেনি সহসা
এসেছে চুপি চুপি মৃদু পায়ে,
আসেনি গেয়ে গান
তোলেনি কলোতান
এসেছে ক্লান্ত তণুরও রায়ে।


সাগরের বুকে ঝিনুক থাকে
তার মাঝে থাকে মুক্তো মানিক,
তাকে খুঁজতে যায় যে চলে
এই জীবনের সময় অধিক।
ক্লান্ত অন্তর
নেই অবসর
মন ভেঙে যায় করুণও বায়-এ।


লুকিয়ে থাকে সব প্রতিভা
সেই প্রতিভাকে খুঁজতে হয়,
ভালো কোনটি মন্দ কোনটি
স্ব জ্ঞানে তা বুঝতে হয়।
আমরা চলছি
সবাই চলছি
দেখা অদেখা মায়ার দায়ে।


১৮-০৯-২০০৪ইং